চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কচুয়াই ইউপিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান

প্রকাশ: ২০১৯-০৭-১৬ ২৩:৪৪:৩১ || আপডেট: ২০১৯-০৭-১৬ ২৩:৪৪:৩১

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : টানা ৭ দিনের বর্ষণে ও পাহাড়ি ঢলে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিমের পক্ষ থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই (শনিবার) বিকেলে ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন, সেলিনা আকতার, মোহাম্মদ হাশেম, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন চেয়ারম্যানের পক্ষ থেকে টাকা ও চাল বিতরণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্থ কচুয়াই ইউপির ৭নং ওয়ার্ডের নেপাল সূত্রধর, বিমল সূত্রধর, সুমন সূত্রধর, নির্মল সূত্রধর, দীপক সূত্রধর, দীপক সূত্রধর ও সিপক সূত্রধরের হাতে অনুদান গ্রহণ করেন। গত কয়েকদিনের টানা বর্ষণে কচুয়াই ইউনিয়নের পারিগ্রাম এলাকার সূত্রধরপাড়া ৬টি পরিবার শ্রীমাই খালে বিলীন হয়। কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল জানিয়েছেন, কয়েকদিনের বৃষ্টিতে তাদের এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া শ্রীমাই খালের বেড়িবাঁধ ভেঙে আরো ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *