চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাস্থবির অসুস্থ

প্রকাশ: ২০১৯-০৭-১৬ ২৩:৪৬:০২ || আপডেট: ২০১৯-০৭-১৬ ২৩:৪৬:০২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, মিয়ানমার সরকার কর্তৃক অ¹মহাসর্দ্ধমজ্যোতিকাধজ অভিধায় ভূষিত, পটিয়া উপজেলার ঊনাইনপূরা লংকারামের (বিহার) আজীবন অধ্যক্ষ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির (৯২) গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ম্যাক্স হাসপাতালে ৭০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার তত্ত্বাবধানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিপ্লব ভট্টাচার্য, ডা. অলোক রাহা, ডা. শংকর বড়ুয়া, ডা. উজ্জ্বল বড়ুয়া তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। তাঁর রোগমুক্তি কামনা দেশবাসীসহ সকলে পুন্যদান করি। এদিকে ড. ধর্মসেন মহাস্থবিরের রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুদীপ বড়ুয়া, সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ ভিক্ষু, রিসেকোসেকাই বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাস্থবির, সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় মহাস্থবির, ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সভাপতি তরুণ কান্তি বড়ুয়া, সহ সভাপতি জীবেন্দু বিকাশ বড়ুয়া, বিবেকানন্দ বড়ুয়া কাঞ্চন, সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব, ঊনাইনপূরা লংকারাম পুনর্নির্মাণ কমিটির পক্ষে মিলিন্দরাজ চৌধুরী, নিত্যময় চৌধুরী, তুষিত কান্তি বড়ুয়া, ঊনাইনপূরা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি এপোলো চৌধুরী, সাধারণ সম্পাদক অনুরূপ চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *