চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারের রামুতে ৪৮০ লিটার মদ ও সিএনজি গাড়ীসহ আটক ৪

প্রকাশ: ২০১৯-০৮-০২ ২৩:১২:২৬ || আপডেট: ২০১৯-০৮-০২ ২৩:১২:২৬

কক্সবাজার প্রতিনিধি : ২ আগষ্ট ২০১৯ ইং কক্সবাজারের রামুতে ৪৮০লিটার বাংলা মদসহ ৪জনকে আটক করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে কক্সবাজার পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমানের নির্দেশে এস আই সানাউল্লাহ, এ এস আই ইরফান হায়দারের নেতৃত্বে রামু থানা পুলিশ শুক্রবার (২ই আগষ্ট) সকাল ৬ টার সময় রামু রাজারকুল ইউনিয়নের রামকোট সংলগ্ন আর কান সড়ক থেকে সিএনজি গাড়িসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।।

আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকার মৃত চিংহলা প্রু মার্মার ছেলে মংহাই মার্মা (৩৩), চিংশে মার্মার মেয়ে উক্যছাইং এর স্ত্রী উমেচিং মার্মা অংক্যচিং মার্মার স্ত্রী উনুখিং মারমা (২০) ও রামুর রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবদু শুক্কুর ছেলে জাহাঙ্গীর আলাম (২৮) রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান গোপন সংবাদের বৃত্তিতে এসব বাংলা মদ ও সিএনজি গাড়ি সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *