চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে আরো ১ জন ডেঙ্গু রোগী সনাক্ত

প্রকাশ: ২০১৯-০৮-০২ ২৩:৩৭:০১ || আপডেট: ২০১৯-০৮-০২ ২৩:৩৭:০১

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। গত ১ আগস্ট রাত সোয়া ১১ টার সময় উপজেলার বরমা রাউলীবাগের মিজানুর রহমান (২২)কে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করেছেন কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, রাউলী বাগের কালু মিয়ার ছেলে মিজানুর রহমান নগরীর ২ নং গেট এলাকায় ফাস্টফুটের দোকানে চাকরি করে। দোকানের কাজে ১ সপ্তাহ আগে ঢাকায় গিয়ে ৫ দিন অবস্থান করার পর গত ৩০ জুলাই ঢাকাতে জ্বরে আক্রান্ত হয়।
সেখান থেকে বাড়িতে এসে গত ১ আগস্ট চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষার পর ডেঙ্গু সনাক্ত করেন।
তাকে দ্রæত চমেক হাসপাতালে প্রেরণ করেন। মিজানের বড় ভাই মো. হাসান উদ্দিন জানান, তার ভাইয়ের শরীরে ডেঙ্গুর জীবাণু ১ হাজারের স্থলে ১১০ ছিল। ফলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক তরল খাবার, ৪/৫টি সেলাইনসহ নিয়মিত ঔষধ সেবনের ফলে সে এখন অনেকটা সুস্থ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *