চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ বাদশার পাড়া জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি নজরুল

প্রকাশ: ২০১৯-০৮-০২ ২১:০৪:০৯ || আপডেট: ২০১৯-০৮-০২ ২১:০৪:০৯

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, যারা মসজিদ তৈরিতে আর্থিক, শারীরিক, মানসিকভাবে কাজ করেন, তারা পরকালের পথ সুগম করেন। এ এলাকায় দীর্ঘ সময় ধরে অবকাঠামোগত উন্নতমানের মসজিদ ছিল না। যারা অবকাঠামোগত ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন, তারা অবশ্যই প্রশংসার দাবিদার।

মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যব¯’া কায়েম হলে এলাকায় শান্তি বিরাজ করবে। মসজিদ দৃষ্টিনন্দন হলে মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রয়োজনে তিনি এ মসজিদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের আশ্বাস প্রদান করেন। গতকাল ২ আগস্ট দুপুরে পূর্ব সাতবাড়িয়া বাদশার পাড়া জামে কেন্দ্রীয় জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে । বিশিষ্ট সমাজ সেবক মসজিদ পুনঃসংস্কারের অর্থদাতা, হংকং প্রবাসী মোহম্মদ জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজর“ল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, চন্দনাইশ থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক এসএম রাশেদ, প্রকৌশলী ওসমান ফারুক চৌধুরী, প্রকৌশলী খায়র“ল ইসলাম, খোরশেদুল আলম, আবদুল মোনাফ, জালাল আহমদ। অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন, অনুষ্ঠানের আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহবায়ক ডা. মোহাম্মদ নুর“ন নবী, হাবিবুল­াহ রাশেদ, নাজিম, আলাউদ্দীন, আছহাব উদ্দীন র“বেল, নুর“ল হক, ইয়ার মোহাম্মদ, ইব্রাহীম, আজিজ প্রমুখ। পরে অতিথিবৃন্দ ৮০ বছরের পুরানো মসজিদটির পুনঃসংস্কারের পর প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্টানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *