চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

কলম সৈনিকরা হচ্ছেন জাতির আলোকিত পথনির্দেশক : নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৮-০৫ ২১:১৮:৪৩ || আপডেট: ২০১৯-০৮-০৫ ২১:১৮:৪৩

চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় পর্বে ৪ আগস্ট ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি হলে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, কলম সৈনিকরা হচ্ছেন জাতির আলোকিত পথনির্দেশক। যারা লেখক কিংবা সাংবাদিক হিসেবে আমাদের বিবেক জাগ্রত করেন। ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিনির্মাণ কিংবা সমাজকে গতিময় ও সৃষ্টিশীল হিসেবে গড়ে তুলতে কলমের লেখনীর মাধ্যমে লেখক-সাংবাদিকরা অসামান্য অবদান রাখেন। যাদের লেখনীর ছোঁয়ায় সমাজের যাবতীয় অসুন্দর কালিমা দূরীভূত হয়। তিমির বিনাশী আলোকিত সমাজ গড়তে তাদের লেখনীশক্তি আমাদের মাঝে প্রেরণা যোগায়, সৃষ্টি করে প্রাণচাঞ্চল্য।

মতবিনিময়কালে উপস্হিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সাধারণ সম্পাদক চ্যালেন আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, প্রতিদিনের সংবাদ সিনিয়র রিপোর্টার মুহাম্মদ শহিদুল ইসলাম, বিজয় টিভির সিনিয়র রিপোর্টার কাজী হাবীব রেজা, এটিএন বাংলার মো. ফরিদ উদ্দিন, এমএসকে নিউজের সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ। পরিশেষে প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সু-স্বাস্হ্য দীর্ঘায়ূ কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *