চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৮-০৫ ২১:১৭:৫৯ || আপডেট: ২০১৯-০৮-০৫ ২১:১৭:৫৯

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছে।  ৪ আগস্ট রবিবার দুপুর ২ টায় এঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান। নিহত বৃদ্ধের নাম আবুল হোসেন (৬০)। সে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা গ্রামের দক্ষিণ মাইজবিলা এলাকার মৃত সাচি মিয়ার পুত্র এবং পেশায় একজন কৃষক।

জানা গেছে, ওই দিন দুপুর ২টার সময় কৃষক আবুল হোসেন নিজ জমিতে কাজ করতে যায়। সেখানে পূর্ব থেকেই জমিতে বিদ্যুৎ সংযোগ লাইনের তার পড়ে ছিল। কিভাবে তারটি ছিড়ে জমিতে পড়েছে তা সঠিক কেউ জানে না। তবে স্থানীয়রা ধারণা করছে, গাছের সাথে বহুদিন ধরে ঘর্ষণের ফলে এক পর্যায়ে তারটি ছিড়ে জমিতে পড়ে যায়। ওইদিন জমিতে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন কৃষক আবুল হোসেন।

এদিকে স্থানীয়রা দাবী করছেন, পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে। কোনমতে তারা এই দায়ভার এড়াতে পারেনা। এব্যাপারে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *