চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২০১৯-০৮-০৬ ২১:৫৯:০৬ || আপডেট: ২০১৯-০৮-০৬ ২১:৫৯:০৬

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ও কক্সবাজার মডেল থানার আয়োজনে কক্সবাজার শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। “পরিস্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি-ডেঙ্গুর বিস্তার রোধ করি” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার ৬ আগষ্ট অনুষ্ঠিত অভিযান ও র‍্যালীতে আরো অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম, কমিউনিটি পুলিশিং নেতা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা, মিজানুর রহমান প্রমুখ। অভিযানে কক্সবাজার পৌরসভার সহায়তায় ফগ মেশিন দিয়ে এডিশ মশা নিধন ওষুধ ছিটানো হয়।

এছাড়া একইদিন সকালে কক্সবাজারের জেলা পুলিশের আওতাধীন সদর থানা,রামু
পেকুয়া,উখিয়া,টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ ৭ থানায় নিজ নিজ আয়োজনে এসব এলাকাতেও অনুরূপ এ অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়। একই সাথে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা শহর ও ৭ টি উপজেলা শহরে পৃথক পৃথক র‍্যালী ও অভিযান করায় গোড়া কক্সবাজারে বেশ সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *