চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কার রাস্তায় রাস্তায় রাত জেগে অপক্ষায় মিনা অভিমুখে হাজ্বীরা

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ১২:০৯:১৪ || আপডেট: ২০১৯-০৮-০৯ ১২:০৯:১৪

 খলিল চৌধুরী, সৌদি আরব : পবিত্র নগরীর মক্কার রাস্তায় রাস্তায় রাত জেগে অপক্ষায় তাঁবুর শহর মিনা অভিমুখে যাত্রা শুরু করেছেন হাজিরা। এ মধ্যদিয়ে শুরু হয়েছে পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা। হজ্ব পালনের জন্য এ বছর ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশি মুসল্লিদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। চলিত এ বছরে মুসলিম বিশ্বের ১২৩-টি দেশের প্রায় সাড়ে ২৩ লাখ ধর্মপ্রাণ মুসলির অংশগ্রহণে শুরু হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবে জামায়েত ও ইসলাম ধর্মের প্রথম ফরজ পবিত্র হজ্ব।

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক…লাব্বাইক লাখো মুসল্লির পদচারণায় মুখরিত পবিত্র মক্কা নগরী থেকে মুসল্লিরা মিনার উদ্দেশ্যে রওনা করেছেন। তাঁবুর শহর মিনা কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। কিছুক্ষণ আগে পবিত্র হজ্বের সময় শুরু হয়েছে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আরবের স্থানীয় সময়ানুসারে মাগরিবের নামাজের পর শুরু হয়েছে ৮ জিলহজ্ব। সারাদিন মক্কায় অবস্থিত এবং মক্কার বাইরে আশেপাশে মুসল্লিরা জড়ো হচ্ছেন মিনা’তে। মিনাতে আগামীকাল রাত্রি যাপনের মধ্য দিয়ে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু করবেন মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *