চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

আরফাত ময়দানে মসজিদ নামিরায় হজ্বের খুতবা দিবেন শাইখ ড.মুহাম্মদ বিন হাসান

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ২৩:৪৭:১৭ || আপডেট: ২০১৯-০৮-০৯ ২৩:৪৭:১৭

খলিল চৌধুরী, সৌদিআরব : চলিত বছরে গত ৭ আগাষ্ট বৃহস্পতিবার তাবুক শহর মিনা সমবেত ও রাত যাপনের মধ্যদিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসবে জামায়েত ও ইসলাম ধর্মের সর্বোচ্চ প্রথম ফরজ পবিত্র হজ্ব ১২২-টি দেশের প্রায় সাড়ে ২৩ লাখ ধর্মপ্রাণ মুসলির অংশগ্রহণে হজ্বের সব কার্যক্রম মিনা থেকে শুরু হয়েছে। এ হজ্বে আগামী শনিবার ৯ জিলহজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেয়া হবে। এ বছর খুতবা দেবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। প্রতি বছর বাংলাদেশ টেলিভিশন হজের এ খুতবা সরাসরি সম্প্রচার করে।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন। শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *