চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রাঙ্গুনিয়ায় নিজের বাল্যবিয়ে ঠেকালেন স্কুল ছাত্রী

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ১১:৫৯:২৫ || আপডেট: ২০১৯-০৮-০৯ ১১:৫৯:২৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি : শিক্ষকের সহযোগিতায় নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সাহসিকতা দেখিয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ দেয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে বিনাবেতনে লেখাপড়া চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।”রাজানগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর অমতে বিয়ের প্রস্তুতি শুরু করায় বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সে বিষয়টি বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষককে জানায়।

পরে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা গিয়ে বিয়েটি বন্ধ করে দিয়ে ছাত্রীর মায়ের কাছ থেকে মুচলেকা নেন। ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পিইসি পরীক্ষার সনদ অনুযায়ী তার বয়স ১৩ বছর ৭ মাস। সে আমার কার্যালয়ে এসে কান্নাকাটি করে। তার অমতে এই বিয়ে হচ্ছে আমাকে জানায় সে। সে এখনই বিয়ে না করে পড়ালেখা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। আমি তাকে নির্ভয় দিয়ে ক্লাসে পাঠিয়ে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে সবাই মিলে তার বাড়ি যায়। বাড়িতে গিয়ে জানতে পারি তার বাবা প্রবাসে থাকে।

মেয়েটির মা তার বিয়ের যাবতীয় প্রস্তুতি নেয়। তাঁর মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *