চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাঙ্গুনিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ১২:০৩:১২ || আপডেট: ২০১৯-০৮-০৯ ১২:০৩:১২

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর পাশাপাশি জনগণকে সচেতন করতে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা (ক্রাশ প্রোগ্রাম) অভিযান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বৃহষ্পতিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ভবনের আঙিনা পরিষ্কার করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, পৌরসভার কাউন্সিলর মো. সেলিম, মো. জালাল উদ্দীন, নুরুল আবছার জসিম প্রমুখ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, উপজেলার প্রতিটি প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা। এডিসের প্রজননস্থল নির্মূল করতে হবে। সচেতনতাই আমাদের রক্ষা করবে। নিজে সচেতন হবেন, অন্যদের সচেতন করবেন। বাড়ির ফুলের টব, ফ্রিজের ট্রে, ডাবের খোসা, এসির পানিসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ফেলে দিতে হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *