চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

হজ্বের দিন কাবায় পরানো হয়েছে নতুন গিলাফ

প্রকাশ: ২০১৯-০৮-১০ ২৩:৩৮:১১ || আপডেট: ২০১৯-০৮-১০ ২৩:৩৮:১১

 খলিল চৌধুরী, সৌদিআরব : মুসলিম বিশ্বের প্রাণ ও নাবিক হিসাবে পরিচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) প্রিয়ভূমি সৌদি আরবে অবস্থিত প্রথম ও পুরোনু স্থাপনা মসজিদুল আল হেরাম ঘিরে কা’বা ঘরের ৯ জিলহজ্ব ও ১০ আগাষ্ট শনিবার আরাফাত ময়দানের হজ্বের দিন পরানো হল নতুন গিলাফ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিবছরের মতো আরাফাতের দিনে (৯ জিলহজ) আজ পবিত্র কাবা আচ্ছাদিত হয়েছে নতুন গিলাফে। পবিত্র মসজিদের (মসজিদুল হারাম) ও মসজিদে নববীর সভাপতি শেখ ড. আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইসের তত্ত্বাবধানে আজ ফজরের নামাজের পর নতুন এ গিলাফ পরানো হয় ।

এবারের গিলাফটি তৈরি করা হয়েছে সিল্কের ৬৭০ কেজি সুতা, স্বর্ণের ১২০ কেজি সুতা এবং রুপার ১০০ কেজি সুতা দিয়ে। কালো জমিনের ওপর অঙ্কিত হয়েছে সোনালি আরবি হরফে কোরআনের আয়াত। বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে ১৬০ শিল্পী ও কারিগর এ গিলাফটি তৈরি করেছেন। নতুন গিলাফ পরানোর সময় পুরনো গিলাফ সরিয়ে ফেলা হয়েছে । তা কেটে মুসলিম বিশ্বের সরকার প্রধানদের দেয়া হয় উপহার। এ অংশের ধারাবাহিকতায় বাংলাদেশে রাজধানী ঢাকা বায়তুল মোকাররম মসজিদে গিলাফের একটি টুকরো টানানো রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *