চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

কচ্ছপিয়ায় হুফ্ফাজুল কোরআন ঐক্য পরিষদের সভায় আতিক সভাপতি,রিয়াজ সম্পাদক নির্বাচিত

প্রকাশ: ২০১৯-০৮-১৪ ২৩:০৭:১৪ || আপডেট: ২০১৯-০৮-১৪ ২৩:০৭:১৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নবীন ও প্রবীণ হাফেজদের নিয়ে গঠিত কচ্ছপিয়া হুফ্ফাজুল কোরআন ঐক্য পরিষদের যাত্রা শুরু করেছে। নবগঠিত এ সংগঠনের ব্যানারে বুধবার (১৪ আগষ্ট) বিকাল ৪ টায় গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত প্রথম এ সভায় সভাপতিত্ব করেন রুমখা পালং সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা ছালেহ আহম্মদ। হাফেজ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ আইয়ুব বলেন, দীর্ঘ দিন পরে হলেও কচ্ছপিয়ায় কোরআনে হাফেজরা একটি সুন্দর সেবামূলক সংগঠন করায় উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি ধন্যবাদ জানান। এসময় প্রধান অতিথি হাফেজদের বুকে কোরআন ধারন করে সুন্দর চরিত্রের অধিকারী হয়ে সত্যপথে সবসময় অবিচল থাকার জন্য বলেন। এসময় তিনি আরো বলেন,কোরআনে হাফেজদের এই সংগঠনকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দিয়ে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মওলানা আবদুল হাই, কচ্ছপিয়া নতুন তিতার পাড়া আল-হেরা জামে মসজিদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সাংবদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল আকবর হেলাল,হাফেজ মওলানা আমির হোসেন,মোঃ শাহনেওয়াজসহ এলাকার প্রবীণ এবং নবীন হাফেজগণ উপস্থিত ছিলেন। এ সভা শেষে সকলের মতামতের বৃত্তিতে হাফেজ আতিকুর রহমানকে সভাপতি, হাফেজ রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও হাফেজ এনায়ত উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *