চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ডেঙ্গু মশা নিধন ও রোগ প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম উপলক্ষে সচেতনতা মূলক সভা ও ফগ মেশিন বিতরণ

প্রকাশ: ২০১৯-০৮-১৪ ১৯:০৪:২৪ || আপডেট: ২০১৯-০৮-১৪ ১৯:০৪:২৪

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়িতে ডেঙ্গু মশা নিধন ও রোগ প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম সচেতনতা মূলক সভা ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর উদ্যোগে বুধবার ১৪ আগষ্ট অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্টিত ক্রাশ প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: জানে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলিয়াস চৌধুরী, ডাক্তার হোসেন আল মামুন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লাহ।

উক্ত অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ীও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলার ২ টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন পরিষদে ফগ মেশিন বিতরণ শেষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালী নাজিরহাট পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *