চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের ডেঙ্গু ধরা পড়েছে রাউজানে

প্রকাশ: ২০১৯-০৮-১৫ ২০:০৭:৪৪ || আপডেট: ২০১৯-০৮-১৫ ২০:০৭:৪৪

 

রাউজান প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন (২২) হোসেন ঈদের ছুটিতে বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হওয়ার পর রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য পরিক্ষা করানোর পর ডেঙ্গু রোগ ধরা পড়েছে। গতকাল বৃস্পতিবার রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। ডেঙ্গুরোগে আক্রান্ত সাজ্জাদ হোসেন রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের জজ সাহেব বাড়ির মোহাম্মদ মহিউদ্দিনের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২৪তম ব্যাচের ছাত্র। রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, রাউজান পরিচ্ছন্ন হওয়ায় ডেঙ্গু প্রাদুর্ভাব নেই। তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ফ্রগার মেশিণ দিয়ে ঔষুধ ছিটানো হচ্ছে।’ এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঈদের ছুটিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য (এন.এস ওয়ান) পরিক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু রোগ ধরা পড়ে। ডেঙ্গু রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *