চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান আওয়ামীলীগের সম্মেলনে ত্যাগী নেতাকর্মীদের মূলায়ন করা হবে: ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশ: ২০১৯-০৮-১৫ ২০:০৩:০৪ || আপডেট: ২০১৯-০৮-১৫ ২০:০৩:০৪

 

প্রদীপ শীল, রাউজান:

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন আগামী সেপ্টেম্বরে রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করা হবে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূলায়ন করা হবে। দলে যারা নতুন এসেছে তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আগে কাজ করতে হবে। পর্যাক্রমে তাদের দলের বিভিন্ন পদে স্থান দেয়া হবে। তিনি বলেন, দলে বিশ^াসঘাতকদের কোন স্থান নেই। ৭৫ সালের ১৫ আগষ্ট দলের ভিতর থাকা বিশ^াস ঘাতকরা বঙ্গবন্ধুসহ স্বপরিবারকে হত্যার মধ্যদিয়ে কলংক অধ্যায় সৃষ্টি করেছিল। তাই মনে রাখতে হবে, বাহিরের শত্রু’র চেয়ে ঘরের ভিতর থাকা শত্রুরা অধিক ভয়ংকর। তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক আলহাজ¦ বশির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আবদুল ওয়াব, উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল,আওয়ামীলীগ নেতা সোলেমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান ভূপেষ বড়–য়া, শাহা আলম টৌধুরী, ইফতেহার হোসেন দিলু, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাইফুল ইসলাম চৌধুরী রানা, জমরি উদ্দিন পারভেজ, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মফ্ফজল আহম্মদ, সুমন কল্যাণ বড়–য়া, ইরফান হোসেন চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, সুমন দে, সারজু মোহাম্মদ নাছের, জাহাঙ্গীর আলম সুমন, শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, তপন দে, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ প্রমূখ। এর আগে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। এছাড়া উপজেলা যুবলীগ আয়োজিত রক্তের গ্রুপ র্নিনয় কার্যক্রম উদ্বোধন ও রাউজান পৌরসভা ছাত্রলীগ আয়োজিত দুস্থদের মাঝে খবার বিতন করেন করেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *