চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টায় আরও ১৭১৯ ডেঙ্গু রোগী

প্রকাশ: ২০১৯-০৮-১৬ ১৭:৪৮:৫২ || আপডেট: ২০১৯-০৮-১৬ ১৭:৪৮:৫২

বীর কণ্ঠ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরও এক হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন।  গত জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত হাসপাতালগুলোর তথ্যানুযায়ী সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪২ হাজার ২৪৩ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।

বৃহস্পতিবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৯২৯ জন ভর্তি হন। সেই হিসেবে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে ২১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *