চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করছে ফেসবুক

প্রকাশ: ২০১৯-০৮-১৭ ২৩:৪২:১৫ || আপডেট: ২০১৯-০৮-১৭ ২৩:৪২:১৫

নিউজ ডেস্ক : কাজের প্রয়োজনে কিংবা আড্ডায় ফেসবুক গ্রুপ চ্যাটের জুড়ি নেই। প্রাইভেসির কথা চিন্তায় এনে এবার ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করছে ফেসবুক। যা আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে।

তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও পূর্বের চ্যাটগুলো দেখা যাবে। শনিবার সকাল থেকেই ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে এ সংক্রান্ত নটিফিকেশন দিয়েছে ফেসবুক।

কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচার মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।

গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে। ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না।

উল্লেখ্য, ফেসবুক চালুর পর ২০১৩ সালে গ্রুপ চ্যাট চালু করা হয়, যা ডেস্কটপ, ল্যাপটপ ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *