চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে গ্রেফতার – ১২

প্রকাশ: ২০১৯-০৮-১৯ ১৯:০৪:১৩ || আপডেট: ২০১৯-০৮-১৯ ১৯:০৪:১৩

রফিকুল আলম  :
ফটিকছড়ি থানা পুলিশ পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে মদ-ইয়াবাসহ ৮ জন, প্রতারক ১ জন এবং ওয়ারেন্ট ভূক্ত ৩ জনসহ ১২ জন আসামীকে গ্রেফতার করে। গত ১৮ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার মাদক কারবারীরা হচ্ছে, মোঃ শফি ড্রাইভার প্রকাশ শফি(৪৫), মোঃ দিদার (২০), নুর উদ্দিন (২১) ও -মোঃ খোকন (৩৬) অপর আসামীদের নাম পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত ১৮ আগষ্ট সন্ধ্যায় লক্ষীছড়ি উপজেলা হতে কাঞ্চননগর হয়ে ফটিকছড়ি সদরে আসার সময় খুচরা ব্যবসায়ীদের কাঁচা মাল ভর্তি চাঁদের গাড়ীটি উত্তর রাঙ্গামাটিয়া বাংলা বাজার নামক স্থানে আটক করে। এ সময় চালক শফি,মোঃ দিদার, নুর উদ্দিন কে আটক করে। চালক শফি চাঁদের গাড়ীটি নিয়ে থানায় রেখে দৌঁড় দিলে পুলিশ ধাওয়া করে আটক করে। চালক শফি স্বীকার করেন খুচরা কাঁচা মাল ব্যবসায়ীদের অগোচরে সে বাংলা মদ নিয়ে আসে। তাছাড়া মোঃ খোকন নামের আরেক জনকে পৌরসভাস্থ বিবিরহাট মাংস বাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার নূর উদ্দিন ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের শাহজাহানের পুত্র, মো শফি ড্রাইভার একই বাড়ীর মৃত রশিদ চৌকিদার পুত্র, দিদার একই বাড়ীর লোকমানের পুত্র। অপর আসামী খোকন ফটিকছড়ি পৌরসভার ৭ নং ৭ ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার আব্দুল গণি টেন্ডলের বাড়ী নুর হোসেনের পুত্র। পুলিশ এসময় ৩ জন থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ১ থেকে ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে। ফটিকছড়ি থানার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা রুজু করা হয়।
ফটিকছড়ি থানার এসআই দেলোয়ার জানায়, পুলিশ গতকাল রাতে পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ লিটার মদ ৩০ পিস ইয়াবাসহ ৮ জন, ৩ ওয়ারেন্ট ভূক্ত ৩ জন এবং প্রতারক মামলার ১ জনসহ ১২ জন আসামীকে গ্রেফতার করে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *