চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশ: ২০১৯-০৮-২২ ১৮:২৭:৩৬ || আপডেট: ২০১৯-০৮-২২ ১৮:২৭:৩৬

 

হিল্লোল দত্ত, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদমে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাতামুহুরী নদীতে এসব পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সায়েদ ইকবাল, কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক দিপু তঞ্চঙ্গ্যা প্রমুখ। এ সময় সরকারি,আধাসরকারি ও স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানের পুকুরের জন্য পোনা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিভিন্ন উন্মুক্ত জলাশয়, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত স্বায়িত্তশাসিত বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত ও বিতরণ করেছি। এছাড়াও মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছি। চলতি বছর আমরা এক লক্ষ টাকা বরাদ্ধ পেয়েছি। যা দিয়ে আমরা ২ শত পঞ্চাশ কেজি পোনা বিতরণ করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *