নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৮-২৯ ০০:০২:০১ || আপডেট: ২০১৯-০৮-২৯ ০০:২০:১৯
নিউজ ডেস্ক : সীতাকুণ্ড উপজেলার কালুশাহ মাজার এলাকায় ‘দুর্বৃত্তের’ গুলিতে শাহজাহান সাজু (৪৮) নামে এক প্রাইম মোভার চালক নিহত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে একটি ডিপোতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান সাজু প্রাইম মোভার চালক। তিনি নোয়াখালী জেলার সেনবাগ এলাকার সুরুজ মিয়ার ছেলে বলে জানিয়েছে পু্লিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়ের মো. হামিদ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শাহজাহান সাজুকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান সাজুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মো. হামিদ। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, কালুশাহ মাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে শাহজাহান সাজু নামে এক প্রাইম মোভার চালক নিহত হয়েছে। নিহত সাজু পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান শামীম শেখ।