চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ভেজাল বিরোধী অভিযান : ভ্রাম্যমান আদালত কর্তৃক ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৮-৩১ ২৩:০১:৩০ || আপডেট: ২০১৯-০৮-৩১ ২৩:০১:৩৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভায় ভেজাল বিরোধী অভিয়ান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (শনিবার) গতকাল দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাবিবুল হাসান। জানা যায়, গতকাল দুপুরে পটিয়া উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত মুন্সেফ বাজারস্থ পটিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় ১০,০০০/- ও আল জিলানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০০০/- এবং নিউ হ্যান্ডি রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা করেন বলে বেঞ্চ সহকারী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *