চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

চুনতির ঐতিহ্যবাহী ১৯ দিন ব্যপী সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১০ নভেম্বর থেকে শুরু

প্রকাশ: ২০১৯-০৯-০৩ ২৩:১২:১০ || আপডেট: ২০১৯-০৯-০৩ ২৩:১২:১৬

নিউজ ডেস্ক : আগামী ১০ই নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ১৯ দিন ব্যপী সীরতুন্নবী (সঃ) মাহফিল। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আগামী ১০ই নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ১৯ দিন ব্যপী সীরতুন্নবী (সঃ) মাহফিল। এরই প্রচারণার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে গত সোমবার ২/৯/২০১৯ রাত ৮ ঘটিকায় শ্রদ্ধেয় মুহাম্মদ ইসমাইল মানিক সাহেবের বাসভবনে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসমাইল মানিক,ওয়াহিদুল হক,এডিএম আব্দুল বাসেত দুলাল,মুসিউল আজিম খান সিদ্দিকী,অলিউদ্দিন মোহাম্মদ,কাজী আরিফুল ইসলাম, জাহেদুর রহমান,সাদুর রহমান,ইবনে দিনার মোহাম্মদ নেজাত,জাবেদ আব্বাস সিদ্দিকী,মোহাম্মদ রফিকুল ইসলাম,কাজী সোহেল আহমেদ,শাহাদাত খান সিদ্দিকী, মোহাম্মদ আলী,আব্দুল মান্নান,শাতিল ও মোহাম্মদ ইব্রাহীম। উক্ত সভায় প্রিন্টিং কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

এছাড়া সমাজের সকলের সকল অবস্থান হতে প্রচারনার কার্যক্রম আরো বেগবান করার জন্য অনুরোধ জানানো হয়। সবার জানার ও প্রচারের সুবিধার্থে উল্লেখযোগ্য কয়েকটি সিদ্ধান্ত নিম্নে উল্লেখ করা হলঃ ১) মাহফিলে সীরতুন্নবী (সঃ) এ চুনতি বিভিন্ন ক্লাব বা সামাজিক সংগঠনের অবদান অপরিসীম। তাই এসব সামাজিক সংগঠনের মাহফিল কেন্দ্রীক কার্যক্রম আরো ত্বরান্বিত ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষে আগামী ৮/৯/২০১৯ রোজ রবিবার সন্ধ্যায় চন্দনপুরা মসজিদের পাশে অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় কক্ষে চুনতি বিভিন্ন ক্লাবের সমন্বয়ে একটি বৈঠক আহবান করা হয়েছে। ২) মাহফিলের সকল কার্যক্রম বিস্তারিত আলোচনার জন্য নির্বাহী পরিষদের সকল সদস্যদের নিয়ে আগামী ১৮/৯/১৯ রোজ বুধবার সন্ধ্যায় কাজী আরিফুল ইসলামের বাসভবনে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক আহবান করা হয়েছে। ৩) মোবাইলাইজেশন ফান্ড বৃদ্ধি ও এর কার্যক্রম তুলে ধরে আগামী ২৩/০৯/২০১৮ রোজ সোমবার সন্ধ্যায় আরো একটি বৈঠক আহবান করা হয়েছে। ৪) সর্বোপরি ওলিকুল শিরোমণি হযরত শাহ সাহেব কেবলার ইছালে সওয়াব মাহফিলের দিবস নির্ধারন করা হয় ২৪/১০/২০১৯ রোজ বৃহস্পতিবার। আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত তথা উপরে উল্লেখিত সিডিউলগুলো সকলের নিকট পৌছানোর জন্য সবাইকে আহবান জানানো হয়। মাহফিলের প্রচার বিভাগের পক্ষে মোহাম্মদ ইব্রাহীম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *