চট্টগ্রাম, , রোববার, ৬ অক্টোবর ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আদর্শ ও ছালেহ নূর ডিগ্রী কলেজ ভেন্যু : ৭ সেপ্টেম্বর থেকে ১৮টি দল নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু

প্রকাশ: ২০১৯-০৯-০৪ ২৩:২৫:২১ || আপডেট: ২০১৯-০৯-০৪ ২৩:২৫:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আগামী ৭ সেপ্টেম্বর ২০১৯ থেকে বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাঠে গড়াচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯। এতে পটিয়া পৌরসভা ও ১৭ ইউনিয়ন সহ ১৮টি দল অংশ নিচ্ছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়াম ও হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ মাঠে প্রাথমিক রাউন্ডের এ খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর ২০১৯ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

গতকাল এ উপলক্ষে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাবিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, টিএইচও একরামুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইন উদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার, ক্রীড়া সংগঠক আবুল কাশেম, পৌর আ’লীগের সভাপতি আলমগীর আলম, চেয়ারম্যান গাজী মুহাম্মদ ইদ্রিছ, শফিকুল ইসলাম, ইনজামুল হক জসিম, কাউন্সিলর গোফরান রানা, পিযুষ কুমার দে, নাজিম উদ্দিন পারভেজ, ডা. শেখ সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, সরওয়ার হায়দার, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, নিশান, ইমতিয়াজ ও ইউপি সচিবগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *