চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার মুজাফফরাবাদ হাই স্কুলে গোলাম সরওয়ার চৌধুরী মুরাদকে সংবর্ধণা

প্রকাশ: ২০১৯-০৯-০৪ ২৩:২৭:৪৪ || আপডেট: ২০১৯-০৯-০৪ ২৩:২৭:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মুজাফফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরওয়ার চৌধুরী (মুরাদ) পটিয়া উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় মুজাফফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, দাতা সদস্য মো. জাফর, অভিভাবক সদস্য যথাক্রমে বিপ্লব চৌধুরী, আনোয়ার হোসেন, শফিউল আলম, আহমদ নবী, শিক্ষানুরাগী সদস্য বাবু নরেন রায় চৌধুরী, শিক্ষক প্রতিনিধি বাবু নৃপাত রঞ্জন সেন, কাজী মো. ফরহাদ আজাদ, রহিমা বেগম প্রমুখ। এতে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ দেশ ও জাতি সর্বপরি শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *