আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৯-০৪ ২১:১৮:১৪ || আপডেট: ২০১৯-০৯-০৪ ২১:১৮:৩৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া উপজেলা প্রশাসন আজ (বুধবার) রাতে পরিচালিত এক ভ্রাম্যমান আদালত কর্তৃক পঁচা ডিম ও নোংরা পরিবেশে বেকারী সামগ্রী তৈরীর দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, আজ (বুধবার) রাতে পটিয়া ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান পরিচালিত এক অভিযানে ডাক বাংলোর পাশে মা পোল্ট্রি ফার্মের মালিক রাসেলকে পঁচা ডিম বিক্রি করার দায়ে ৫০০০/- টাকা এবং হাইদগাঁও ইউনিয়নের পাশে ভাই ভাই বেকারীর মালিক নুরুল আজিজকে নোংরা পরিবেশে খাবার বিক্রি এবং মোড়কবিহিন বিস্কিট ও কেক বিক্রি করার দায়ে ৫০০০-/ টাকা জরিমানা করেন বলে বেঞ্চ সহকারী জানান।