জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৯-০৭ ২৩:৫০:০২ || আপডেট: ২০১৯-০৯-০৮ ০০:৩২:০৩
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার ওষখাইন শাহ্ আলীরজা (র.) আলিম মাদ্রাসা ময়দানে ৫ দিনব্যাপী আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল গত শুক্রবার বাদে মাগরিব হতে শুরু হয়েছে। তৃতীয় বারের মতো প্রতি বছরের ন্যায় এ মাহফিলের আয়োজন করে পরৈকোড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমাআত। শুক্রবার প্রথম দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন আলীনগর দরবার শরীফের পীরজাদা মুহাম্মদ কামাল উদ্দিন (মা.জি.আ.)। এতে প্রধান অতিথি ছিলেন পরৈকোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ব্যাংকের ভিপি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, লায়ন শফিকুর রহমান চৌধুরী, হাছান আহম্মদ চৌধুরী সুকান্ন, ইলিয়াছ মেহের চৌধুরী, সাউথ ইষ্ট ব্যাংকের ভিপি হাসান মুরাদ চৌধুরী শিবলু, ব্যাংকার কাজী মুহাম্মদ আবু হামেদ। প্রধান ওয়ায়েজ ছিলেন ঢাকা কমলাপুর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ হাসানুর রহমান হোসাইনী নক্স বন্দী। বিশেষ ওয়ায়েজ ছিলেন চন্দ্রঘানা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আবু তৈয়ব চৌধুরী,পতেঙ্গা আল্লামা সোলাইমান আল কাদেরী হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন আল কাদেরী ও ওষখাইন শাহ্ আলীরজা (র.) আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী। এতে উপস্থিত ছিলেন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, সচিব হাসান জিয়া উল ইসলাম, ওষখাইন শাহ্ আলীরজা (র.) আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর, কমিটির কো-চেয়ারম্যান শাহজাদা কাজিম উদ্দিন, লোকমান সওদাগর,আজিজুর রহমান,আবু ইউসুফ, মোহাম্মদ আলী, সেলিম উদ্দিন, ফেরদৌসুর রহমান বাবু,শাহজাদা মাওলানা নেছার মিয়া আইয়ুব আলী, মো.সরওয়ার, আইয়ুব খান প্রমুখ। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত পীরজাদা মাওলানা ইলিয়াছরজা (মা.জি.আ.)।