চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় ১৪ রোহিঙ্গা আটক

প্রকাশ: ২০১৯-০৯-১০ ২৩:২৭:০২ || আপডেট: ২০১৯-০৯-১০ ২৩:২৭:১০

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযানে ১৪ জন রোহিঙ্গা আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান আটককৃতরা মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে এতদিন উপজেলার পদুয়া ও চরম্বা ইউনিয়নে বসবাস করছিল। আটককৃতরা হল যথাক্রমে মায়ানমার
মংডু ছালি পরাং এলাকার সৈয়দ ছালামের পুত্র মোহাম্মদ জামাল হোসেন(৩০), সাহেব বাজার নারিসং এলাকার মৃত মোহাম্মদের পুত্র মোহাম্মদ আলম(৩৫),পাঙ্গয়াই রাশিডং`র এলাকার মৃত আবদুল করিমের পুত্র আবদুল খালেক (৪৫),রাজারবিল রাশিডং এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র বশির আহমদ(২৮), মনির আহমদ(২৫), পীর মুহাম্মদ, মুহিবুল্লাহ(২৫),রাজারবিল রাশিডং এলাকার মোহাম্মদ জালালের পুত্র মুহাম্মদ আমিন(১৮), পরী মোহাম্মদের পুত্র রশিদ আহমদ(১৮), কাসেমের পুত্র নুরুল আমিন(৩০), সৈয়দ আলমের পুত্র মুজিবুর রহমান (২৯), রাজারবিল রাশিডং এলাকার মৃত মকবুল আলমের পুত্র মোহাম্মদ জালাল (৫৩), লাবাদক বুচিডং এলাকার হামিদ হোসেনের পুত্র রফিক(৩৮), পরাং প্রো এলাকার মৃত আবদুস সালামের পুত্র আবদুর রহিম(৪৬), ইউসুফের পুত্র নুর মোহাম্মদ (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মুহাম্মদ বেলাল ও এএসআই মুহাম্মদ শাকিল খাঁনের নেতৃত্বে একদল পুলিশের টিম। থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন সাংবাদিকদের জানান, আটককৃত ১৪ জন রোহিঙ্গাদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ করায় নিয়মিত মামলা রুজু করে আজ সকালে তাদেরকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *