চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর ছনুয়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত-৩

প্রকাশ: ২০১৯-০৯-১৪ ২৩:৪৬:২৫ || আপডেট: ২০১৯-০৯-১৪ ২৩:৪৬:৩৩


বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীর ছনুয়ায় দুর্বৃত্তদের হামলা ও গুলিতে কৃষক মোঃ বাচ্চু (২৫) সহ ৩ জন হয়েছে। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ মোঃ বাচ্চুকে প্রথমে বাঁশখালী হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকালে ছনুয়া ইউনিয়নের মধুখালী ৩নং ওয়ার্ড এলাকার সামবলী পাড়ায় এই গুলি বর্ষনের ঘটনা ঘটে। বাচ্চু ওই এলাকার ছৈয়দ আহমদ প্রঃ কালা মিয়ার পুত্র। এর আগে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড তার ভাই মোস্তাক আহমদ (৫০) ও তার পুত্র আনিছ (১৬) কে মারধর করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে বাচ্চু লোকজন নিয়ে তার ভাই ও ভাতিজাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা একটি লবণ মাঠের খামার থেকে বের হয়ে উপর্যুপরি গুলিবর্ষণ করে। এতে বাচ্চু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় আহমদ কবির মানিক ও আহত বাচ্চু জানান, আবদুল করিম, রাশেদ ও নুরুল ইসলাম বাতিক্কার নেতৃত্বে তাদের উপর গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ সময় তার ভাই মোস্তাক আহমদ ও ভাতিজা আনিছও আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতাল ও গুলিবিদ্ধ বাচ্চুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁশখালী থানার এসআই হাবিবুর রহমান জানান, ছনুয়ায় গুলি বর্ষনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *