চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

ঐক্য এখনও অটুট, কোনো ভাঙন ধরেনি : ফখরুল

প্রকাশ: ২০১৯-০৯-১৭ ০০:১১:০৬ || আপডেট: ২০১৯-০৯-১৭ ০০:১১:১২

নিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে বলেন, ঐক্যফ্রন্টকে সক্রিয় দেখছেন না। কিন্তু ঐক্যফ্রন্ট তাদের দল ও সংগঠনকে সংগঠিত করতে কাজ করছে। নির্বাচনের পূর্বে ঐক্যফ্রন্ট তৈরি করেছিলাম। জোট করেছিলাম। সেই ঐক্য এখনও অটুট। সেখানে কোনো ভাঙন ধরেনি।

সোমবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের ‘বিশ্ব গণতন্ত্র দিবস ও আমরা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

‘দেশে বর্তমানে বিদেশিদের পুতুল সরকার জনগণের অধিকার হরণ করে চলেছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রহীনতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা বিশ্বের মতো এ দেশের রাজনীতিতেও পরিবর্তন ঘটেছে। যারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তাদের ক্রীড়নক হয়ে এ সরকার ক্ষমতায় রয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাকে যদি মুক্ত করতে হয়, সুচিকিৎসার জন্য যদি বাইরে আনতে হয়, তা হলেও আন্দোলনের মধ্য দিয়েই আনতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এই সরকার হটানো যাবে না। জাতীয় বৃহত্তর ঐক্যের মাধ্যমে এদের বিদায় করতে হবে।

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যারা ক্ষমতায় আছেন ওরা মিথ্যুক, ওরা প্রতারক, ওরা ভণ্ড এবং ওরা কাপুরুষ। আমরাই সাহসী, আমরা ১০ বছর ধরে লড়ছি। শেষ পর্যন্ত লড়ব।

সংগঠনের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক ও নাগরিক ঐক্যের এস এম আকরাম বক্তব্য দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *