চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চন্দনাইশে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৯-২২ ০০:০০:৪৩ || আপডেট: ২০১৯-০৯-২২ ০০:০০:৫৩


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম বদরুদ্দোজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এ. এস. এম মনির উদ্দিন, সাংবাদিক আবু তোরাব,সাংবাদিকমো. নুরুল আলম, সাংবাদিক কামরুদ্দিন, প্রধান শিক্ষক যথাক্রমে হোসেন সোহরাওয়ার্দী, মোহাম্মদ হাবিবুল্লাহ, উৎপল চক্রবর্তী, সাবেরা আকতার, কামরুল হাসান, সেলিনা আকতার, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা বদর উদ্দিন আহমেদ, সহকারি শিক্ষক রূপক কান্তি ঘোষ, জরিনা বেগম, তানিয়া আকতার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেধা অন্বেষণ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *