চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০ : আহত শতাধিক

প্রকাশ: ২০১৯-০৯-২৬ ২৩:২২:১১ || আপডেট: ২০১৯-০৯-২৬ ২৩:২২:১৮

নিউজ ডেস্ক :

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে প্রায় ২ হাজার মানুষ আটকা পড়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দেশটির কম জনবহুল এক দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এতে ব্রিজ, হাসপাতাল ও উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়। মুলুক প্রদেশের অ্যাম্বনে একটি বিশ্ববিদ্যালয় ভেঙে পড়ায় বিশ্ববিদ্যালয় ভবনের নীচে চাপা পড়ে এক শিক্ষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে পরেন। 

এদিকে, ভূমিকম্পে স্থানীয় একটি হাসপাতাল ভবনে ফাটল দেখা দিলে রোগীদের হাসপাতালের বারান্দায় সরিয়ে রাখা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের ভয়াবহতা এতটা বেশি ছিল মনে হচ্ছিল একটা ট্রাক অনেক গতিতে পাশ দিয়ে চলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *