চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

রামুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রকাশ: ২০১৯-১০-০২ ২৩:১৪:৩৭ || আপডেট: ২০১৯-১০-০২ ২৩:১৪:৪৪


খালেদ হোসেন টাপু, রামু :
বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যে কক্সবাজারের রামুতে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। এ উপলক্ষে বুধবার সকাল দশটায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


এতে সভাপতিত্ব করেন নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকমা। এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি চাই থোয়াইহলা চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, কর্মকর্তা সুজিত চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রামু থানার এসআই মিল্টন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *