চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চকরিয়ায় দুইজন পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ: ২০১৯-১০-০৩ ০০:২৪:১২ || আপডেট: ২০১৯-১০-০৩ ০০:২৪:৩৩


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
চকরিয়ার হারবাংয়ের আলোচিত বনদস্যু অর্ধডজন মামলার পলাতক আসামি নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অক্টোবর ভোরে রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের অর্ধডজন মামলা রয়েছে।


হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নেজাম উদ্দিন এলাকার মাদক ব্যবসা ও দস্যুতা, ছিনতাই, জায়গা দখল মারামারিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।


এদিকে চেক প্রতারণা মামলার পলাতক আসামি আবদুল মালেককে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। মালেক উপজেলার পূর্ব বড়ভেওলার ৯ নং ওয়ার্ডের বুড়িরপাড়ার বাসিন্দা মৃত এয়াকুব আলীর পুত্র।


জানা যায়, গত বছরের ৯ জানুয়ারি চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি/ আর মামলা নং ১০৮/১৮ পলাতক আসামি পুলিশের হাতে ধরা পড়লো।

গত ১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আকবরের নেতৃত্বে অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার ফুলতলা ষ্টেশনের কাছে জনৈক আবু বকর সওদাগরের বাড়ি থেকে মালেককে গ্রেফতার করা হয়। ২ অক্টোবর সকালে আসামি মালেককে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *