চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

সাংবাদিকদের সাহায্যে ফেসবুকের মাধ্যমে হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা- মা

প্রকাশ: ২০১৯-১০-০৩ ২৩:৩০:৩১ || আপডেট: ২০১৯-১০-০৩ ২৩:৩০:৩৮

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হারিয়ে যাওয়ার ৭দিন পর মা-বাবার কাছে ফিরল আজমুল হাসান আইমন(১১) ।

গত ২৮ সেপ্টেম্বর (শনিবার) বাড়ি থেকে কক্সবাজার গৌরবঘাটা আল জামিয়া মাদ্রাসা যাওয়ার সময় হারিয়ে যায় আজমুল হাসান আইমন। তার ছবি ফেসবুকে দেখতে পেয়ে আজ বৃহস্পতিবার (৩অক্টোবর) তাকে ফিরে পেয়েছেন তার পরিবার।

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গৌরবঘাটা এলাকা শিকদার পাড়া থেকে গত ২৮ সেপ্টেম্বর (শনিবার) মুহাম্মদ শফিউল আলমের ছেলে আজমুল হাসান (আইমন) (১১) হারিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় কান্ঝনাবাদ ইউনিয়নে মুরাদাবাদ এলাকার থেকে তাকে ফিরে পেয়েছেন তার পরিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ও স্থানীয়দের সাহায্যে।

হারিয়ে যাওয়া ছেলের আজমুল হাসান আইমনের মামা মো. শওকত ইসলাম (২৫) সুপ্রভাতকে বলেন, ‘আমার ভাগিনা মাদ্রাসার ছাত্র। সে বাড়ি থেকে বের হয় কক্সবাজার গৌরবঘাটা আল জামিয়া মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার জন্য গত ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে। কিন্তু পরে জানতে পারি সে মাদ্রাসায় যায়নি। এ জন্য এলাকায় মাইকিং করি। পরদিন বিভিন্ন জায়গায় খোঁজখবর করি। এরপরও পাওয়া যায়নি। এরপর বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় সাংবাদিকদের সাহায্যে ফেসবুকে ছবি দিই। ফেইসবুকে ছবি দেখে চন্দনাইশে এক স্থানীয় জানান, চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ গ্রামের স্থানীয় যুবলীগ নেতা সুমন রানার বাড়িতে আছে আইমন। গতকাল বুধবারে বিকালের দিকে যোগাযোগ করি। আজ বিকেলে আমার ভাগিনাকে আমি ফিরে পেয়েছি। যাঁরা আমার ভাগিনাকে আশ্রয় দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

চন্দনাইশে যুবলীগ নেতা সুমন রানা সুপ্রভাতকে বলেন, গত সোমবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশে রাস্তায় অচেনা একটি ছেলেকে দেখেন তিনি। ছেলের পরিচয় জানতে চাইলে সে তার নাম আইমন বলে জানায়। বাড়ি কোথায় জানতে চাইলে সে মহেশখালী শিকদার পাড়া বলে। পরে ফেইসবুকে ছেলেটির ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিই এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নিই। ওই স্ট্যাটাস দেখে বুধবারে ছেলেটির মামার সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় সাংবাদিক। পরে বৃহস্পতিবার (৩অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ ও বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিতিতে তাঁর পরিবারের কাছে ফিরে যায় আইমন।

এই কয়েক দিন আইমন স্হানীয় ইউপি সাবেক সদস্য আলী মেম্বার ও যুবলীগ নেতা সুমনের বাসায় ছিল। তারা বলেন, আইমনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা খুশি।

বিএমএসএফ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কায়ছার ইকবাল চৌধুরী সুপ্রভাতকে জানান, আজ সন্ধ্যায় আইমনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

হারিয়ে যাওয়া ছেলে আজমুল হাসান আইমনকে তার পরিবারের হাতে তোলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ইনফো বাংলা পত্রিকার চীফ রিপোর্টার কাইছার ইকবাল চৌধুরী, সহ সাংগঠনিক এমএহামিদ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার রিদুওয়ানুল হক হক , দৈনিক ভোরের কাগজ লোহাগাড়া প্রতিনিধি ও বিএমএসএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম, বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম, স্থানীয় ইউপি সদস্য সাবেক আলী মেম্বার, কলেজের লেকচারার মো. আরিফ উদ্দিন,
যুবলীগ নেতা সিকন্দার, যুবলীগ মো. সুমন রানা, আইমনের মামা শওকত ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *