চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

শুক্রবার জুমার খুতবায় মুসলমানদের এক হওয়ার আহ্বান কাবার ইমামের

প্রকাশ: ২০১৯-১০-০৫ ০১:০৯:২৭ || আপডেট: ২০১৯-১০-০৫ ০১:০৯:৩৬

সৌদি আরব প্রতিনিধি :

মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল আকসা ও ফিলিস্তিনের চলমান সংকট নিরসনে বিশ্ব মুসলিমকে এক হয়ে কাজ করার আহ্বান জানান পবিত্র কাবার ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস।

গত ৪-অক্টোবর শুক্রবার মক্কার পবিত্র মসজিদ আল-হারামের জুমার খুতবায় মুসলমানদের প্রতি শায়খ সুদাইস এ আহবান জানান।

খুতবায় শায়খ সুদাইস বলেন, ইসলামি ভ্রাতৃত্ব হলো মুসলমান ভাইদের সব বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করা। বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু হলো ফিলিস্তিন এবং আল আকসা। কেননা, ধর্মীয় এবং ঐতিহাসিক দিক থেকে উভয়টিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌদি সরকার ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করছে উল্লেখ করে খুতবায় তিনি আরও বলেন, সৌদি আরব শুরু থেকেই ফিলিস্তিন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে। সৌদি জনগণের হৃদয়ে ফিলিস্তিনের জন্য সবসময় ভালোবাসা রয়েছে।

ড. সুদাইস বলেন, পবিত্র নগরী জেরুজালেমের বিষয়টি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স বিন সালমানের হৃদয় এবং বিবেককে ব্যথিত করে। মুসলিম বিশ্বও ফিলিস্তিন, জেরুজালেম এবং আল-আকসা সংকটে হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *