চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin

রামুর সাংবাদিক খালেদ হোসেন টাপু’র শারদীয় শুভেচ্ছা

প্রকাশ: ২০১৯-১০-০৫ ২৩:৪১:৩০ || আপডেট: ২০১৯-১০-০৫ ২৩:৪১:৩৮

রামু (প্রতিনিধি) কক্সবাজার :

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামুবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব, রামু প্রেস ক্লাব কর্মকর্তা সাংবাদিক খালেদ হোসেন টাপু ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতা সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত।

দেশজুড়ে সমাদৃত বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ সবার অনন্য এ সম্প্রীতি। সব ধর্ম-বর্ণের মানুষ নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করা এ অঞ্চলের চিরায়ত রীতি।
সারাদেশে প্রতিবছর পালন হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এ শারদীয় দুর্গাপূজা।

প্রতিবছরের মতো এবারও জাকজমক আয়োজনে পুজায় আনন্দ উৎসব চলছে। জেলা থেকে উপজেলাও পিছিয়ে নেই। এবার রামু উপজেলায়
ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাৎসব।
সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি কক্সবাজারের রামুতে সকলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবকে আরও আনন্দময় করে তুলবেন সবার প্রতি উদাত্ত ‌আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *