চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির জন্য হযরত মমতাজ আলী জাহাঁগিরির অবদান অপরিসীম

প্রকাশ: ২০১৯-১০-০৮ ২৩:১৩:৪৮ || আপডেট: ২০১৯-১০-০৮ ২৩:১৩:৫৯


মো. নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি :

দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চননগর শাহসুফি মমতাজিয়া জাহাঁগিরিয়া দরবার শরীফের পবিত্র বার্ষিক ৪ দিনব্যাপী ওরছ শরীফের প্রথম দিনে ৮ অক্টোবর বিকেলে ঐতিহ্যবাহী শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে দরবারের সাজ্জাদানশীন, পীরে তরিকত শাহসুফী মমতাজিয়া দরবারের পীর ছাহেব কেবলা হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মুঃজিঃআঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনী দিনের মাহফিলে বক্তারা বলেছেন, সুফিবাদে মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির জন্য হযরত শাহসুফি মমতাজ আলী জাহাঁগিরি (রহ.) এর অবদান অপরিসীম। তিনি মানুষকে শান্তি ও মানবতার শিা দিয়েছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে নিজের জীবনকে আলোকিত করতে হাজার হাজার ভক্ত মুরিদদের শিা দান করেছেন। তাঁর মতো মহৎ ও উদ্ভাসিত বুজুর্গ বর্তমান সময়ে বিরল।

১ম দিনের মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, পীরজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর, মাওলানা মোহাম্মদ আলী আহমদ, মুফতি মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী, মাওলানা মুহাম্মদ আবদুল আলীম, মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, মুজিবুর রহমান চেয়ারম্যান, মাওলানা বশির উদ্দিন ফারুক, মাওলানা আহমদ হোসাইন প্রমূখ।

১ম দিনের কর্মসূচীতে জগতবিখ্যাত দার্শনিক, ওয়ারেছুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, ইমামে আশেকে রাসুল (সাঃ), নুরে জাহাঁগিরি আলহাজ্ব হযরত শাহ্সুফি মুফতি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী জাহাঁগিরি (কঃছিঃআঃ) জীবন কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *