চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ভিন্ন ধর্মী প্রতিমার রূপ নিয়ে নির্মিত দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-১০-০৮ ২৩:৫১:৫৯ || আপডেট: ২০১৯-১০-০৮ ২৩:৫২:০৬

প্রদীপ শীল, রাউজানঃ

ভিন্ন ধর্মী আয়োজনে প্রতিমার রূপ নিয়ে নির্মিত দুর্গার বিসর্জন দিয়েছে রাউজান পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মনপোদ্দার বাড়ি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।

জানা যায় পাঁচদিন ব্যাপী শারদীয় পূজার আয়োজনে ছিল অন্যরকম প্রতিমার দৃশ্যপট। দুর্গারর পূত্র গনেশের মুখমন্ডলে মূল প্রতিমার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দশ হাত বিশিষ্ট প্রতিমা ছিল দৃষ্টিনন্দন। পূর্জাথীদের ব্যতিক্রম প্রতিমার এই দৃশ্যপট দেখতে ভীর জমে।

আয়োজক কমিটির একজন দীপক ধর জানান, আমরা চেষ্টা করেছি প্রতিমায় নতুনত্ব সৃষ্টি করতে। দর্শনাথীদের অন্যরকম মায়ের প্রতিমা উপহার দিতে। জগৎ জননী দূর্গা মায়ের আগমনী বার্তা ছড়িয়ে দিতে পূজাবিধিতে সৃষ্টি করেছি নানা আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *