চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মাহরাম ছাড়াই সৌদি আরব ভ্রমণ করতে পারবেন নারীর

প্রকাশ: ২০১৯-১০-০৯ ১৭:২৯:৩৩ || আপডেট: ২০১৯-১০-০৯ ১৭:২৯:৫৭

খলিল চৌধুরী, সৌদিআরব :

সৌদি আরবে ভ্রমনের উদ্দেশ্যে আগত নারীরা মাহরাম ছাড়াই ট্যুরিস্টদের জন্য হোটেল বা আবাসনে থাকতে পারবেন! সাম্প্রতিকি এক ঘোষণাতে এমনটাই জানিয়েছে সৌদি আরবের ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ কমিশন।

এতোদিন পর্যন্ত সৌদি আরবে ভ্রমণ করতে গেলে নারী সফরকারীদের সাথে তাদের মাহরাম (পিতা, স্বামী, ভাই) থাকা বাধ্যতামূলক ছিলো, এবং মাহরাম ব্যতিত কোন নারী কোন আবাসন হোটেলে বা আবাসন ব্যবস্থায় থাকতে পারতেন না।

এতোদিন পর্যন্ত মাহরাম ছাড়া সৌদি আরবে ভ্রমণরত নারীর অবস্থানে নিষেধাজ্ঞা থাকলেও এ ঘোষণার মাধ্যমে আর কোনও বাধা নেই- নারীরা একাই ঘুরতে পারবেন এবং অবস্থান করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *