চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে রামুর টুনি পরিবারের শ্রদ্ধা

প্রকাশ: ২০১৯-১০-০৯ ০০:০০:২১ || আপডেট: ২০১৯-১০-০৯ ০০:০০:২৯

রামু প্রতিনিধি :
একুশে পদকে ভূষিত রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রামুর স্বনামধন্য ঐতিহ্যবাহি টুনি পরিবার।

মঙ্গলবার, ৮ই অক্টোবর বিকেলে পরিবারর সদস্যরা শোভাযাত্রার মাধ্যমে কীর্তনের সুরে সুরে ব্যানার ফেস্টুন সহকারে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন উক্ত পরিবারের প্রতিষ্ঠাতা জনক মহাপুরুষ দানবীর প্রয়াত অঞ্জয় বড়ুয়া প্রকাশ অঞ্জু মহাজনের মেয়ে মনোরমা বড়ুয়া, পরম জ্ঞাতি ও নাতনি মল্লিকা বড়ুয়া ( উমেশ মহাজনের মেয়ে ), নাতিদের মধ্যে সাবেক ফুটবলার অধীর বড়ুয়া, রেখা বড়ুয়া ( সংগীত শিল্পী প্রয়াত বিনয় বড়ুয়ার সহধর্মিনী) রণধীর বড়ুয়া, ন্যাপনেতা মাষ্টার সৈকত বড়ুয়া, শিল্পী প্রবীর বড়ুয়া, ব্যাংকার অসীম বড়ুয়া, সাবেক ফুটবলার সুবীর বড়ুয়া বুলু মেম্বার, প্রবীন শিক্ষিকা (অব:) লীলাবতী বড়ুয়া, দীপ্তি বড়ুয়া, প্রধান শিক্ষিকা মালতী বড়ুয়া সুবর্ণা, প্রহেলী বড়ুয়া শুভ, স্বপ্না বড়ুয়া, ডলি বড়ুয়া ( প্রয়াত কবি আশীষ কুমারের স্ত্রী ) রত্না বড়ুয়া, নিলোৎপল বড়ুয়া নিলু, শিক্ষিকা সাকু বড়ুয়া, অনুপ বড়ুয়া, শেলী বড়ুয়া, অরূপ বড়ুয়া কালু মেম্বার, শিলা বড়ুয়া, তরুপ বড়ুয়া, জয়িতা বড়ুয়া, শিক্ষিকা লীলা বড়ুয়া (ফুটবলার মঙ্গল এর সহধর্মীনি) লেখক দর্পণ বড়ুয়া, সংগীতা বড়ুয়া, পতিদের মধ্যে রুবি বড়ুয়া, সংগঠক ব্যোমকেশ বড়ুয়া বুনু, রেভী বড়ুয়া, মানবেন্দ্র বড়ুয়া মানু, তুহিন বড়ুয়া সানু, লাভলী বড়ুয়া, কক্সবাজার জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, প্রিয়াংকা বড়ুয়া টুম্পা, জীবক বড়ুয়া, চুমকি বড়ুয়া, নীলিমা বড়ুয়া, সুজীব বড়ুয়া, হৈমন্তী চৌধুরী পিউ, কাকন বড়ুয়া, কাজলী বড়ুয়া, রাজীব বড়ুয়া, মাষ্টার সংগীত বড়ুয়া, সমু বড়ুয়া, মাষ্টার চম্পক বড়ুয়া, প্রগতি বড়ুয়া, ঝলক বড়ুয়া, নিশু বড়ুয়া, মানস বড়ুয়া, রিকু বড়ুয়া, ইমন বড়ুয়া, অনন্যা বড়ুয়া আরাত্রি, অতন্দ্রিলা বড়ুয়া রিয়া, অপূর্ব বড়ুয়া রিমু, অঙ্কন বড়ুয়া, শচীন বড়ুয়া, নিকট আত্মীয় ৭নং ওয়ার্ডের লিটন বড়–য়া মেম্বার, নকুল বড়ুয়া, মঞ্চনী বড়ুয়া, শাক্যমিত্র বড়ুয়া, জনঙ্গ বড়ুয়া, সিপু বড়ুয়া, বিমল বড়ুয়া, লিটন বড়ুয়াসহ শতশত পাড়া প্রতিবেশী সুধি স্বজ্জনমন্ডলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *