চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

চন্দনাইশে মুক্তিযোদ্ধা এটিএম শামসুদ্দীনের বাসগৃহে অগ্নিকান্ড : দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: ২০১৯-১০-১২ ২৩:১৭:৩০ || আপডেট: ২০১৯-১০-১২ ২৩:১৭:৩৭

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ইউনিয়নে উওর হাশিমপুর ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এটিএম শামসুদ্দীনের দ্বিতল বাসগৃহ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি আধপাকা বসত ঘর। গত শনিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে নগদ ১লক্ষ ৮৬ হাজার টাকা, ৮ ভর্রি স্বর্ণালংকার, ল্যাপটপ, ডেষ্টটপ, কাপড় চোপড়, আসবাপত্র, সার্টিফিকেট ও জায়গাজমির দলিলপত্র সহ দশ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা এটিএম শামসুদ্দীন।

চন্দনাইশ উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, রাত সাড়ে ১২টার পর ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আমরা ২ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

ইতিমধ্যে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *