চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চন্দনাইশে মুফতি মাওলানা মমতাজ আলী জাহাঁগিরি (ক.)’র ১০ম বার্ষিক ওরছ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১০-১২ ১৯:২৩:৪২ || আপডেট: ২০১৯-১০-১২ ১৯:২৩:৫০

মো : নুরুল আলম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :


চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে ওয়ারেছুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, ইমামে আশেকে রাসুল (দ.), নুরে জাহাঁগিরি আলহাজ হযরত শাহ্সুফি মুফতি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী (কঃছিঃআঃ) এর পবিত্র ১০ম বার্ষিক ওরছ মোবারক ৯অক্টোবর থেকে ৪দিন ব্যাপি দরবারের পীর সাহেব হযরতুলহাজ আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজী (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও দরবার শরীফে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আশেকানের সমাগম ঘটে।

ওরছ উপলক্ষে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হতে নদীপথে চাঁদপুরে আসা লোকজনের জন্য চাঁদপুর হতে দরবার শরীফ সংলগ্ন কাঞ্চননগর রেল ষ্টেশন পর্যন্ত স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছিল। ওরছ মাহফিলে আগত ভক্ত আশেকানদের আবাসিক ব্যবস্থাপনার জন্য এবছর দরবার শরীফ কমপ্লেক্সে তৈরী করা হয়েছে একটি সুবিশাল বহুতল ভবন। ৪দিন ব্যাপি ওরছ মাহফিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে চন্দনাইশ থানা পুলিশ ও চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে দরবার শরীফে ৪দিন ব্যাপি একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি দুই শতাধিক নিরাপত্তা কর্মি কাজ করে। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্বাবধানে দরবার শরীফে ৩দিন ব্যাপি ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। ওরছ মাহফিলের কর্মসূচীর মধ্যে প্রতি ওয়াক্ত নামাজ আদায় শেষে প্রখ্যাত ওলামায়ে কেরামগণের বিশেষ ত্বকরির, খতমে কোরআন শরীফ ও খতমে বোখারী শরীফ, ছেমা মাহফিল ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়। ওরছ মাহফিলের ২য় দিনে আল ইরফান নামক ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়। শাহ্সুফি হযরত মমতাজ আলী জাহাঁগিরি (ক.) এর প্রতিষ্ঠিত শতাধিক দ্বীনি প্রতিষ্ঠানের সংশিষ্ট আলেম ও হাফেজগণ ৪ দিন ব্যাপি ওরছ মাহফিলে প্রতি বছরের ন্যায় এক হাজারেরও বেশি পবিত্র কুরআন শরীফ খতম আদায় করেন। ওরছ মাহফিলে তাকরির করেন উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মো: ফজলুল হক, অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আল আযহারী, অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, মাওলানা রেজাউল করিম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মুফতি আলী আহম্মদ, মাওলানা মুফতি ইকবাল হোসাইন। এসময় ওলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মনজুর আলী, মাওলানা মতি মিয়া, মাওলানা রিদোয়ান, মাওলানা শিবলী, মাও: সিদ্দীক মঈমী, মাওলানা শহীদ, মাওলানা আবদুল মান্নান, মাওলানা আহমদ হোসেন, মাও: আমিন, মাও: ফারুকী, মাও: কারী ইদ্রিছ, মাওলানা আবদুল গফুর, মাওলানা আহমদ রেজা, মাও: আলাউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মন্নান আশরাফী, মাওলানা এরশাদ রজয়ী, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা ইলিয়াছ আল কাদেরী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা ফেরদাউস আল কাদেরী, কাজি ইউনুচ প্রমুখ।

উল্লেখ্য সাতকানীয়ার মির্জাখিল দরবার শরীফের গাউসে জামান ফকরুল আরেফিন হযরত আবদুল হাই জাহাঁগিরি কেবলা (কঃছিঃআঃ) এর অন্যতম খলিফা ছিলেন চন্দনাইশ দরবারের কুতুবে আলম হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ আমজাদ আলী নুরুল হুদা (কঃছিঃআঃ) প্রকাশ শাহসুফি সাহেব। তাঁরই উত্তরসূরী ওয়ারেছুল আম্বিয়া, সুলতানুল আউলিয়া, ইমামে আশেকে রাসুল (দ.), নুরে জাহাঁগিরি আলহাজ¦ হযরত শাহ্সুফি মুফতি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী জাহাঁগিরি (কঃছিঃআঃ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *