চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারাখানার নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: ২০১৯-১০-১২ ১৭:২৩:৪২ || আপডেট: ২০১৯-১০-১২ ১৭:২৩:৫০

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১শ একর জমিতে গড়ে উঠেছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানা। শুক্রবার ( ১১ অক্টোবর) সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কারাখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী।

বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিডেটের চেয়ারম্যান এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, পরিচালক মোঃ কামরুল হোসেন, মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। এসময় বেজা, বেপজা, স্থানীয় প্রশাসন ও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামরুল হোসেন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একমাত্র গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা। ১শ একর জায়গা জুড়ে এই কারাখানা প্রতিষ্ঠা করা হবে। কারাখানা প্রতিষ্ঠার পর প্রথম ধাপে প্রাইভেটকার, মাইক্রো, হাইস, বাস নির্মাণ করা হবে।
ছবির ক্যাপসনঃ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডিাষ্ট্রিজ লিঃএর কারখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধনের পর মোনাজাত করছেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *