চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয় অনন্য ভূমিকা রাখছে

প্রকাশ: ২০১৯-১০-১২ ২৩:১২:৫৫ || আপডেট: ২০১৯-১০-১২ ২৩:১৩:০২


চন্দনাইশ প্রতিনিধিঃ

আজকের শিশু-কিশোর আগামীর ভবিষ্যত। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। চন্দনাইশে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয় অনন্য ভূমিকা রাখছে। গত ১১অক্টোবর শুক্রবার সকালে শিশুদের চিএাংকন প্রতিযোগিতা ছড়া কবিতা আসর উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।

গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়ের প্রতিষ্ঠাতা, শুদ্ধ বানান চর্চা (শুবাচ) ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নুুরুল আলমের জন্মদিন ও মাসিক পরীক্ষার ফলাফল প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

এতে গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়ে অভিভাবক সদস্য শমিরন বড়ুয়া এর সভাপতিত্বে শিক্ষিকা রিমি আক্তারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শুদ্ধ বানান চর্চা (শুবাচ) ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশ উপজেলার সভাপতি , লেখক ও ছড়াকার শাহজাহান আজাদ। প্রধান আলোচক ছিলেন শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি শিক্ষক গাজী বোরহান উদ্দীন । বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়ে চারুকারু বিভাগের প্রধান নাহিদা আক্তার , গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়ে সংগীত বিভাগের প্রধান অর্পিতা, চন্দনাইশ ছাএ সমিতির সাংগঠনিক সম্পাদক তৌফিক।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন হোসেন, মোশারফ হোসেন মিশু,সাইমন, সাইফুল, আযম খান, ইমন চৌধুরী, অনামিকা রায়, ইমা, ফারজানা, রুশনী , পুষ্পা, জুবায়ের,রিফাত, নোভা, হিমেল, শ্রাবণী, তাছিন, নাজিফা, রোখছানা রশিদ, রাইসা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *