চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

আগামীকাল রোহিঙ্গা ও সীমান্ত ইস্যুতে বিজিবি-বিজিপি রিজিয়ন পর্যায়ের বৈঠক

প্রকাশ: ২০১৯-১০-১৩ ২১:১০:০৮ || আপডেট: ২০১৯-১০-১৩ ২১:১০:৫৮


আব্দুল্লাহ মনির, টেকনাফ :
আজ সোমবার টেকনাফে অনুষ্ঠিত হচ্ছে বর্ডার গার্ডবাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ(বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্টিতহচ্ছে। টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সেন্ট্রাল রিসোর্টে এবৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবি জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ ঘটিকারসময় মিয়ানমার ১ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) প্রতিনিধি দল টেকনাফ পৌর এলাকার ট্রানজিট ঘাটে পৌঁছার কথা রয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডারব্রিগেডিয়ার জেনারেল মো: সাজেদুর রহমান ও মিয়ানমারের পক্ষেমংডু ১ নং বডার্র গার্ড পুলিশের কমান্ডার কেই কেন পিইননেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবি’রঅতিরিক্ত পরিচালক (অপারেশন) মো: রুবায়াৎ কবীর।
তিনি জানান, সৌহার্দ্যপূর্ণভাবে রিজিয়ন পর্যায়ের বৈঠকযাতে হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মূলত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারী বৃদ্ধি, রোহিঙ্গা সমস্যা,মাদক পাচার প্রতিরোধসহ দুই দেশের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়েআলোচনা স্থান পাবে।
সর্বশেষ চলতি বছর ২১ জানুয়ারী মিয়ানমারের মংডু টাউনশিপেএ ধরনের রিজিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। সেই সময়কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান’র নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দল অংশ নিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *