চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

শঙ্খনদ থেকে ৬ হাজার মিটার জাল জব্দ

প্রকাশ: ২০১৯-১০-১৩ ২১:০৪:০৩ || আপডেট: ২০১৯-১০-১৩ ২১:০৪:১০


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় শঙ্খনদে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার বেহুন্দি ও ভাসান জাল জব্দ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মোমিনুল হক। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দের পর জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

বঙ্গোপসাগরসহ শঙ্খনদে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ নিধন ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযানের ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ছাড়াও আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ ও বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *