চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৯:৪০:২৪ || আপডেট: ২০১৯-১০-১৪ ১৯:৪০:৩১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষের নিয়ে বিজিবির গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

প্রথমে ঘটনাস্থলে মংচি তঞ্ঝজ্ঞা (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হন। পরে মংকিং তঞ্চজ্ঞ্যা (৫৫)। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিকাল ৪টার দিকে ঘুমধুমে ফাত্রাঝিরি এলাকায় এই ঘটনার ঘটে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থী আছমত আলী ও বাবুল কান্তি তঞ্চজ্ঞ্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিজিবির উপর আক্রমণ করে উভয় পক্ষের সমর্থকেরা। এতে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পথমে একজন উপজাতি ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর গুলিবিদ্ধ হয় আরো একজন কক্সবাজার সদর হাসপাতালে নেয়া তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *