চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা : আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহত ৩

প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৯:০৪:৩৬ || আপডেট: ২০১৯-১০-১৪ ১৯:০৪:৪৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বাব্দরবান) থেকেঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কেন্দ্রে দুই মেম্বার প্রর্থীর মাধ্যে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষের ম্যধে মারমরার ঘটনা ঘটে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঐ এলাকার সুইসা কান্তি চাকমার ছেলে মংকিসা চাকমা ৩৩ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন অংচাই মং মারমাসহ ২ জন।

ফাত্রাঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মোঃ উসমান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে বলেন,ঘটনাটি ভোটকে‌ন্দ্রের বাই‌রে ঘ‌টে‌ছে।

স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে কিছু লোক ফাত্রঝিরি কেন্দ্রে জাল ভোট দিতে আসে। তারা আজমত আলী বুলু মেম্বা‌রের লোকজন বলে অভিযোগ ওঠে। এসময় অপর প্রার্থী বাবুল কা‌ন্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হয়ে হট্টগোল শুরু হয়। কেন্দ্রের বাইরে অনেক মানুষের হইচই দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় গুলিবিদ্ধ হয়ে ঐ ব্যক্তি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *